হিংসায় তপ্ত হয়ে আছে আভূমি। মানুষ পারেনি গালাগালিকে গলাগলিতে পরিণত করতে। তার মন ক্রমশই দুর্বিনীত হয়েছে। তাই হিংস্রতার কঠিন কুঠার হানা দিচ্ছে বারবার। দুই হাতে মৃত্যু নিয়ে ছেলেখেলার বিলাসে মেতেছে। যেন হিংসা তার আদিগ্রন্থ, মূলমন্ত্র। আর ধীরে ধীরে মানুষের মন হয়ে উঠছে বধ্যভূমি। মানুষ ভুলে যাচ্ছে ভালোবাসা, প্রীতি, সৌজন্য। অজান্তেই তার চারপাশে তৈরি হচ্ছে শূন্যতা। সে নিজেরই দোষে হচ্ছে একা। কিন্তু আমরা সমাজ তৈরির কারিগর। আমরা সামাজিক। আমাদের তো একা হলে চলবে না। আসলে আমরা তো একা নই। আমরা তো জানি বেঁধে বেঁধে থাকার মন্ত্র। আমরা তো সেই একা মানুষের পাশে থাকতে চাই, ছুঁয়ে থাকতে চাই তার মনের পড়শী হয়ে।
হ্যাঁ, সেই বার্তাকেই মানুষের দরবারে পৌঁছে দিতে মাইন্ড সেট , একাকী নয় ও ভাষা সংসদ যৌথ প্রয়াসে “হিংসা ও মনন : একাকী নয়” শিরোনামে একটি অত্যন্ত প্রয়োজনীয় স্পর্শকাতর বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করেছে